'৬৫' রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ


Test1st TestSouth Africa Tour Of Bangladesh21-Oct-202410:00 AMShere Bangla National Stadium, Mirpur

Bangladesh

106/10 (40.1) *267/7 (80)

 South Africa

308/10 (88.4)

Day 3 - Session 3, Match delayed due to wet outfield

 টেস্ট ক্রিকেট যেন এমনই, একটা ভালো সেশন কিংবা একটা পার্টনারশিপেই ঘুরে যেতে পারে ম্যাচ। যেখানে নিশ্চিত হারের মুখে ছিল বাংলাদেশ, সেখানে এখন টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন। আর তাতে মূল অবদান মেহেদী হাসান মিরাজের। শতকের পথে থাকা এই ব্যাটারের কল্যাণে ৬৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন চা বিরতিতে গেছে বাংলাদেশ। LIVE MATCH.....

যদিও বৃষ্টির কারণে চা বিরতি ডাকতে হয়েছে আগেভাগেই। ততক্ষণে ৮০ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ২৬৭ রান, ৭ উইকেট হারিয়ে। ১৫৫ বলে ৭৭ রান করে মিরাজ রয়েছেন অপরাজিত। তার সঙ্গী ১৪ বলে ১২ রান করা নাঈম হাসান।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মাত্র ১১২ রানেউইকেট হারানোর পর যখন উঁকি দিচ্ছিল ইনিংস হারের স্বপ্ন, তখন মিরাজের সাথে জাকের আলী অনিকের দৃঢ়তায় লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। ১০১ রান নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুতই হারিয়ে ফেলে আরওউইকেট, মোটউইকেটের পতন ঘটে দলীয় ১১২ রানের মধ্যে। তৃতীয় দিনের শুরুতেইউইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ জাকের আলী।

তাদের ব্যাটে চেপে লিডের দেখা পেতেও সময় লাগেনি। তৃতীয় দিন ব্যাট করতে নেমেরান যোগ করতেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ, ভাঙে মুশফিকুর রহিমের সাথে তার ৪৬ রানের জুটি।বলের ব্যবধানে

মুশফিকও বিদায় নেন। দুজনকেই শিকার করেন কাগিসো রাবাদা। জয় ৯২ বলে ৪০ মুশফিক ৩৯ বলে ৩৩ রান করেন।

দলের হাল ধরতে নেমে দক্ষিণ আফ্রিকার নেওয়া রিভিউয়ে উইকেটের পেছনে ধরা দেন লিটন দাস, ১৫ বলেরান করে। সাজঘরে ফেরার পথে রাগে গজগজ করতে করতে ছুঁড়ে ফেলেন ব্যাট। তখন পরিস্থিতি সামাল দেন মিরাজ জাকের। ১১২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর লাঞ্চ বিরতির আগে আর কোনো বিপদ ঘটেনি দলের। লাঞ্চের পরপর মিরাজের মতো জাকেরও তুলে নেন অর্ধশতক। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে পেয়ে যান অভিষেক অর্ধশতকের দেখা।

১০২ বল মোকাবেলায়টি চারের সাহায্যে জাকের পৌঁছে যান ম্যাজিক্যাল ফিগারে। তখন মিরাজ অপরাজিত ১৩৪ বলে ৬৬ রান করে। জাকেরকে অবশ্য থামতে হয় ঠিক দলীয় আড়াইশ রানে। ভয়ংকর হয়ে ওঠা কেশব মহারাজ দীর্ঘক্ষণ পর সফল হন, ভাঙে ১৩৮ রানের পার্টনারশিপ। বিদায় নেওয়ার আগে ১১১ বলে ৫৮ রান করেন জাকের।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন.

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি Live score সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

বিস্তারিত: Click here

 

 

Comments